Thursday, October 13, 2022

গণমানুষের ব্যাংক আইএফআইসি

 

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি সীমিত দায়বদ্ধ ব্যাংকিং প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি প্রথমে বিনিয়োগ ও আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে১৯৮৩ সালে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে। ব্যাংকটির প্রথম বৈদেশিক শাখার যাত্রা শুরু হয় ১৯৮৭ সালে পাকিস্তানের করাচিতে। এছাড়া ব্যাংকটি বৈদেশিক যৌথ উদ্যোগের মাধ্যমে নেপাল, মালদ্বীপ, ওমান সহ বেশ কয়েকটি দেশে বৈদেশিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ১৬৬টি শাখা ও ৯৪৮টি উপশাখার মাধ্যমে ব্যাংকটি দেশব্যাপী ব্যাংকিং সেবা প্রদান করছে।

প্রতিষ্ঠার ৪৫ বছরে এসে গণমানুষের ব্যাংক হিসেবে খেতাব পেয়েছে আইএফআইসি ব্যাংক। সহজ ব্যাংকিং সেবা, দেশব্যাপী হাজারেরও বেশি শাখা ও উপশাখা স্থাপন, সহজ শর্তে ঋণ বিতরণ, ওয়ান স্টপ ব্যাংকিং সার্ভিস সহ নানাবিধ কারণে গ্রাহকের পছন্দের শীর্ষে এখন আইএফআইসি ব্যাংক। দেশে প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি আইএফআইসি ব্যাংক বিশেষায়িত ব্যাংকিং সেবাসমূহ সকলের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। বাংলাদেশের ব্যাংকিং খাতকে যুগান্তকারী কয়েকটি ব্যাংকিং সেবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে আইএফআইসি ব্যাংক

আইএফআইসি আমার একাউন্ট

সঞ্চয় ও লোন সুবিধাসহ একটি অনন্য ব্যাংকিং সেবার প্রচলন করেছে আইএফআইসি ব্যাংক। এই একাউন্টের মাধ্যমে গ্রাহক একই সাথে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের সুবিধা পেয়ে থাকে। উচ্চ সুদের হার, ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, খরচ ছাড়া দেশের সব এটিএম বুথ থেকে টাকা উত্তোলনসহ নানা সুবিধার কারণে আইএফআইসি আমার একাউন্টের জনপ্রিয়তা অনেক।

আইএফআইসি সহজ একাউন্ট

বাংলাদেশের মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, নিম্নবিত্ত জনগোষ্ঠীকে ব্যাংকিংয়ের আওতায় নিয়ে আসতে আইএফআইসি ব্যাংকের আরেকটি অন্যতম সেবা আইএফআইসি সহজ একাউন্ট। এর আওতায় গ্রাহক নূন্যতম ১০ টাকা সঞ্চয় দিয়ে ব্যাংক একাউন্ট খুলতে পারেন এবং সকল ধরণের ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারেন। এই একাউন্টে ব্যাংক কোনো চার্জ কাটে না এবং আকর্ষণীয় হারে মুনাফা প্রদান করে থাকে। ব্যাংকিং আওতার বাইরে থাকা দেশের বিরাট সংখ্যক মানুষদের ব্যাংকিং-এর আওতায় নিয়ে আসতে আইএফআইসি সহজ একাউন্ট একটি যুগান্তকারী ভূমিকা রেখেছে।

আইএফআইসি আমার বাড়ি

বাংলাদেশের প্রতিটি মধ্যবিত্ত পরিবারের অন্তরে লালিত স্বপ্ন হল নিজের একটি বাড়ি। সঞ্চয়ের অভাব এবং খরচের ব্যাপ্তির কারণে অনেকেরই এই স্বপ্ন অধরাই থেকে যায়। সেই স্বপ্ন বাস্তবায়নের সারথি হতে আছে আইএফআইসির আমার বাড়ি প্রকল্প । সহজ শর্তে সর্বোচ্চ ২৫ বছরের জন্য ২ কোটি টাকার হোম লোন প্রদান করে থাকে। প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের মধ্যমে স্বল্প সুদের হারে যে কেউ এই ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশে গৃহঋণ খাতে এ কারণেই আইএফআইসি ব্যাংকের আমার বাড়ি প্রকল্প ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে।

আইএফআইসি ফ্রিল্যান্সার সার্ভিস প্যাকেজ

আইএফআইসি ব্যাংকই বাংলাদেশের প্রথম ব্যাংক যারা ফ্রিল্যান্সারদের প্রয়োজনীয় সকল সুবিধা সম্বলিত বিশেষ প্যাকেজ একাউন্টের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। ফ্রিল্যান্সাররা যেহেতু গতানুগতিক চাকরি করেন না, তাদের কর্মস্থলের কাগজপত্র প্রদর্শন করতে বেগ পেতে হয়। ফলে ব্যাংক একাউন্ট খোলা, ঋণ সুবিধা ভোগসহ নানা সুবিধা গ্রহণের ক্ষেত্রে তাদের নানা সমস্যায় পড়তে হয়। ফ্রিল্যান্সারদের এসব সমস্যার কথা মাথায় রেখে আইএফআইসি এই বিশেষ প্যাকেজ নিয়ে আসে। এর আওতায় ফ্রিল্যান্সাররা সুদসহ চলতি হিসাব, ঋণ সুবিধা, ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, ডিজিটাল ব্যাংকিং সুবিধা পেয়ে থাকে। একজন ফ্রিল্যান্সারের প্রয়োজনীয় সকল ব্যাংকিং সুবিধা এই প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে।

আইএফআইসি ওয়ান স্টপ সার্ভিস

২০১৭ সাল থেকে আইএফআইসি ওয়ান স্টপ সার্ভিসের যাত্রা শুরু হয়। এই সার্ভিসে আওতায় ব্যাংকের একটি একটি কাউন্টার থেকে হিসাব খোলা, টাকা জমা, উত্তোলন, ঋণ ব্যবস্থাপনা সহ সকল ধরনের ব্যাংকিং সার্ভিস প্রদান করা হয়। এতে করে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয় না এবং স্বল্প সময়ে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারেন গ্রাহকরা।

প্রতিবেশী ব্যাংকিং প্রকল্প

সারা বাংলাদেশ জুড়ে সকলের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশে ব্যাংকের কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ২০১৯ সালে আইএফআইসি প্রতিবেশী ব্যাংকিং প্রকল্প যাত্রা শুরু করে। এই প্রকল্পের আওতায় দেশের প্রতিটি অঞ্চলে উপশাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকে আইএফআইসি ব্যাংক। বর্তমানে এক হাজারের বেশি শাখা, উপশাখার মাধ্যমে দেশের জনগণকে ওয়ান স্টপ সার্ভিসের আওতায় ব্যাংকিং সেবা প্রদান করে আসছে আইএফআইসি।

ব্যাংকিং কার্যক্রম সহজ করতে এবং নতুনত্ব নিয়ে আসতে আইএফআইসি ব্যাংকের পদক্ষেপ সমূহ প্রশংসার দাবীদার। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে সকলের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত কার্যক্রমে আইএফআইসি ব্যাংকের কার্যক্রম সফল। দেশে উন্নত-আধুনিক ব্যাংকিং কার্যক্রম এর অগ্রযাত্রা অব্যাহত থাকুক, আরও উন্নত ও সমৃদ্ধ হোক বাংলাদেশ।

Sunday, October 2, 2022

Beximco Smart Cylinder: The Future of LPG Storage

Beximco Smart Cylinder is the future of liquefied petroleum gas (LPG) storage. It is a one-of-a-kind product that is revolutionizing the way we store and use LPG. Beximco Smart Cylinder is a premium product of Beximco LPG, a leading supplier of liquefied petroleum gas (LPG) in Bangladesh. It supplies a wide range of consumers, including households, businesses, and the transport sector with LPG.

 

Beximco LPG boasts a vast distribution network across Bangladesh, ensuring that consumers purchase and get the products no matter where they are in the country. It also maintains a wide variety of products that meet the diverse needs of its customer base.

 

One of its most recent and appealing products is the Beximco Smart Cylinder. Its sleek, futuristic design is not only eye-catching but also safe and easy to use. The Beximco Smart Cylinder is made of a high-quality carbon fiber body, so it is rust-resistant and durable, not to mention it has a fully transparent body. Plus, the ergonomic design of the cylinder makes it easy to grip and open, even with wet hands.

 

 

Safe and easy to use

 

The equally calculated weight distribution of the Beximco Smart Cylinder makes it easier for transportation. This helps us optimize LPG storage and distribution, which in turn benefits both our customers and retailers.


The Beximco Smart Cylinder is also fitted with a safety valve that prevents gas leaks. It has a transparent fiberglass body that allows consumers to monitor gas levels. The unique feature does not only ensure transparency but also makes sure customers can plan ahead before the gas level drops. In other words, customers do not have to worry about the cylinder running out of gas and can timely opt for refilling.


The Beximco Smart Cylinder is lightweight, eco-friendly, and safe for your home. Also, it’s explosion-proof, so you can rest assured knowing that your family is safe.



 

 

 

 

How Is Beximco LPG Different from Other LPG Providers?

As a customer, you will never have to go too far from your place to find a reliable store that sells Beximco LPG because it has a wide network of trusted dealers across the country.

 

It offers a variety of payment plans to fit your needs, so you can always get the gas you need when you need it. Its dedicated team of customer service is always available to help with any questions or concerns you may have.

 

When it comes to customer service, Beximco LPG is the best in the business. The customer service team is always there to help you with whatever you need and will go the extra mile to make sure you are happy with your purchase.

 

So, in a nutshell, what makes Beximco LPG the best choice for you? In a nutshell: “We care about our customers.”

Tuesday, September 27, 2022

বাংলাদেশের তৈরি পোশাক খাতে নেতৃত্ব দানকারী শীর্ষ তিন টেক্সটাইল প্রতিষ্ঠান

 বাংলাদেশ বিগত এক দশক যাবত দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম। উন্নয়নের অসাধারন এই অগ্রযাত্রার নেপথ্যে অন্যতম অবদান দেশের তৈরি পোশাক খাতের, যা বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানি কারক দেশ। তৈরি পোশাক খাতে বাংলাদেশের এই যাত্রা শুরু হয় আশির দশকে। ছোট পরিসরে শুরু হওয়া তৈরি পোশাক শিল্প এখন বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ যোগান দেয়। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮২ শতাংশের যোগান দিয়েছে এই তৈরি পোশাক খাত। অর্থমূল্যে যার পরিমান ৪২.৬১ বিলিয়ন মার্কিন ডলার। 


তৈরি পোশাক খাতে বাংলাদেশের এই সাফল্যের পিছনে রয়েছে নানা উত্থান-পতনের গল্প। দেশটির তৈরি পোশাক খাতে সবচেয়ে বড় সংকট আসে ২০১৩ সালে। মাত্র ৬ মাসের ব্যবধানে তাজরীন গার্মেন্টস এর অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ধসের ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দেশ বিদেশে ব্যাপক আলোচনা শুরু হয়। দেশে দেশে বাংলাদেশে তৈরি পোশাক বর্জনের ডাক দেয় শ্রম অধিকার নিয়ে কাজ করা সংগঠন গুলো। মুখ ফিরিয়ে নিতে শুরু করেন বিদেশি ক্রেতারা। সমালোচনার মুখে কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কাজ শুরু করেন দেশীয় উদ্যোক্তারা। পোশাক কারখানা গুলোকে কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ত্রুটিগুলো সংস্কার করে বিদেশি ক্রেতাদের ইতিবাচক বার্তা দিতে সক্ষম হোন। বিপর্যয়ের কিনারা থেকে ঘুরে দাঁড়ায় তৈরি পোশাক শিল্প। 



বাংলাদেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সর্বোচ্চ প্রতিষ্ঠান বিজিএমইএর বর্তমান সদস্য প্রতিষ্ঠান প্রায় সাড়ে ৪ হাজার। তবে সচল প্রতিষ্ঠান তার অর্ধেক। ২ হাজারেরও বেশি তৈরি পোশাক কারখানা নিয়মিত পোশাক উৎপাদন ও রপ্তানি কাজে নিয়োজিত আছে। বেশ কিছু তৈরি পোশাক কারখানা বাংলাদেশে এই খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মধ্যে বাংলাদেশের তিনটি সেরা টেক্সটাইল প্রতিষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই আয়োজনে। 



১. বেক্সিমকো গ্রুপ (টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগ) 



১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বেক্সটেক্স লিমিটেড বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান। বেক্সিমকো গ্রুপের এই টেক্সটাইল প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ায় সবচেয়ে আধুনিক কম্পোজিট মিল হিসেবে বিবেচনা করা হয়। অনেকের মতে বেক্সিমকো টেক্সটাইল বাংলাদেশের সেরা টেক্সটাইল প্রতিষ্ঠান। 


বেক্সিমকো গ্রুপের অত্যাধুনিক এই টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগের কারখানাটি ঢাকার অদূরে সাভারে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত। অত্যাধুনিক এই টেক্সটাইল প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে চলেছে সফলভাবে। বাংলাদেশের তৈরি পোশাক খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই প্রতিষ্ঠানটি। 



সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কাঁচামাল ব্যবহার করে উৎকর্ষ পণ্য উৎপাদন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বেক্সিমকো টেক্সটাইল বিভাগ। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৪০,০০০ হাজারের বেশি কর্মচারী কর্মরত আছেন এবং প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। আমারিকান ঈগল, আর্কেডিয়া, ক্যালভিন ক্লেইন, এইচএন্ডএম, জারার মতো বিশ্বের সব নামি-দামি সব ব্রান্ড বেক্সিমকো টেক্সটাইলের নিয়মিত ক্রেতা। 



বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক ১১ মিলিয়ন পাউন্ড নিট ফেব্রিক ও ২০ মিলিয়ন পিস পোশাক বুননের সক্ষমতা রয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের সক্ষমতা বাড়ানোর জন্য টেক্সটাইল ইউনিট সম্প্রসারণের উদ্যোগ হাতে নিয়েছে। সম্প্রসারণের পর কোম্পানি বার্ষিক ৮০ মিলিয়ন পাউন্ড নিট ফেব্রিক ও ১৪৫ মিলিয়ন পিস পোশাক বুনন করতে সক্ষম হবে। 



২. হা-মীম গ্রুপ 



বাংলাদেশের তৈরি পোশাক খাতে অন্যতম শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ। সারাদেশে ২৬টি গার্মেন্টস প্রতিষ্ঠান নিয়ে এই গ্রুপকে বাংলাদেশের দ্বিতীয় সেরা টেক্সটাইল প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ডেনিম ফেব্রিক্স রপ্তানিতে শীর্ষে রয়েছে এই প্রতিষ্ঠানটি। 



৩০ বছরের বেশি সময় ধরে হা-মীম গ্রুপ বাংলাদেশের পোশাক শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের তৈরি পোশাক খাতের শুরুর দিকের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে গ্রুপটি ২৬টি গার্মেন্টস প্রতিষ্ঠানে প্রায় ৫০,০০০ হাজার কর্মী নিযুক্ত রয়েছেন। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে ইউরোপ ও আমেরিকায় পোশাক রপ্তানি করে সুনাম অর্জন করেছে। 



৩. ডিবিএল গ্রুপ




বাংলাদেশের শিল্প খাতে অন্যতম আরেকটি বড় গ্রুপ ডিবিএল গ্রুপ। ডিবিএল গ্রুপের তৈরি পোশাক, টেক্সটাইল, সিরামিক, সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন খাতে ২৩ টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে ডিবিএল গ্রুপের বেশ সুনাম রয়েছে। এটি বাংলাদেশ অন্যতম সেরা সেরা টেক্সটাইল প্রতিষ্ঠান। বিভিন্ন দেশে ডিবিএল গ্রুপের বড় বাজার রয়েছে। পুমা, জি-স্টার সহ বেশ কিছু বড় বড় বৈশ্বিক ব্র্যান্ডের পোশাক তৈরি করে থাকে এই প্রতিষ্ঠানটি। 



১৯৯১ সালে প্রতিষ্ঠিত ডিবিএল গ্রুপ তৈরি পোশাক খাতে সাম্প্রতিক সময়ে বেশ সুনাম অর্জন করেছে। ব্যবসায়িক সুনামের পাশাপাশি প্রতিষ্ঠানটি ২০১৬ সালে অর্জন করে আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড। তাছাড়া ২০১৭ সালে প্রতিষ্ঠানটি অর্জন করে এইচএসবিসি ক্লাইমেট অ্যাওয়ার্ড ও আইসিকিউসিসি গোল্ড অ্যাওয়ার্ড। এইসব অর্জন প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রথম কাতারে আরও সুসংহত করেছে।

Bangladesh’s RMG Sector: The Second Largest In The World

Introduction

The ready-made garment (RMG) industry is the backbone of Bangladesh’s economy and accounts for more than 80% of the country’s exports. The sector, which employs more than four million people, has been a key force driving Bangladesh’s remarkable economic growth over decades.

In a highly competitive global apparel market, Bangladeshi companies compete with major and more advanced economies such as China and Vietnam. However, several advantages including a low-cost labor force, favorable geographical location, and a strong supply chain allow Bangladeshi companies to enjoy a competitive edge.  

The RMG sector, which is the foundation of Bangladesh’s resilient economy, is poised for continued growth in the years ahead.

Bangladesh’s RMG sector — the second largest in the world

Bangladesh’s RMG sector is the second largest in the world — second to only China. The sector has steadily grown over the years and has earned its place to become a major exporter globally.

Bangladesh exports a wide variety of knitwear and woven garments products such as shirts, trousers, T-shirts, denim, jackets, sweaters, etc to major global markets such as the USA, Canada, and Europe. Of the total export, about 46% are destined for the USA, 14% for Canada, and the rest for the European market.

The RMG sector employs over 4 million people — most are women.

The RMG sector in Bangladesh harnesses Bangladesh’s massive human capital. The majority of its 4 million-strong workforce are women. Through continued employment generation, the sector has provided them with a stable source of income and a means to support their families. As such, the sector has also significantly contributed to women’s empowerment in Bangladesh as well as stabilizing the economy.

Contributes over 80% of Bangladesh’s export earnings

The RMG sector is the lifeline of the economy of Bangladesh and accounts for over 80% of the country's export earnings.

The sector has been growing rapidly in recent years and has attracted foreign investment from some of the biggest names in the business, including Walmart, H&M, and Gap.

A key driver of economic growth and job creation in Bangladesh, the RMG sector is crucial for the country's future prosperity.

The RMG sector helped reduce poverty and improve gender equality

The RMG sector has played a major role in reducing poverty and improving gender equality in Bangladesh. By providing jobs for millions of women, the RMG sector has helped to empower women and give them a voice in society.

In addition, the sector has helped to reduce poverty by providing high-paying jobs to people from all walks of life.

A Major source of foreign investment in Bangladesh

The RMG sector has been a major source of foreign investment in Bangladesh. The country's low labor costs and good infrastructure have made it a popular destination for companies looking to manufacture clothing and textiles. In fact, the sector is been so vital to the Bangladeshi economy that it has been dubbed the "miracle of the East."

Challenges include low wages and working conditions.

The sector faces a number of challenges, including low wages and working conditions. Many workers in the RMG sector are paid very low wages, while many are forced to work long hours in dangerous conditions.

The government is working to improve the condition of the RMG sector, but still, a lot of work needs to be done.

Conclusion

Bangladesh’s RMG industry has thrived into becoming a global hub for apparel sourcing. Now, Bangladesh leads the world in green garment manufacturing with 150 LEED (Leadership in Environmental and Energy in Design) certified factories in the country and another 500 waiting to obtain the LEED certification from the United States Green Building Council (USGBC).

Largely on the robust growth of the sector, Bangladesh is now moving toward becoming a middle-income country within the next few years


গণমানুষের ব্যাংক আইএফআইসি

  ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ( আইএফআইসি ) ব্যাংক লিমিটেড বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি সীমিত দায়বদ্ধ ব্যাংকিং প্রতিষ্...