Tuesday, September 27, 2022

বাংলাদেশের তৈরি পোশাক খাতে নেতৃত্ব দানকারী শীর্ষ তিন টেক্সটাইল প্রতিষ্ঠান

 বাংলাদেশ বিগত এক দশক যাবত দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম। উন্নয়নের অসাধারন এই অগ্রযাত্রার নেপথ্যে অন্যতম অবদান দেশের তৈরি পোশাক খাতের, যা বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানি কারক দেশ। তৈরি পোশাক খাতে বাংলাদেশের এই যাত্রা শুরু হয় আশির দশকে। ছোট পরিসরে শুরু হওয়া তৈরি পোশাক শিল্প এখন বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ যোগান দেয়। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮২ শতাংশের যোগান দিয়েছে এই তৈরি পোশাক খাত। অর্থমূল্যে যার পরিমান ৪২.৬১ বিলিয়ন মার্কিন ডলার। 


তৈরি পোশাক খাতে বাংলাদেশের এই সাফল্যের পিছনে রয়েছে নানা উত্থান-পতনের গল্প। দেশটির তৈরি পোশাক খাতে সবচেয়ে বড় সংকট আসে ২০১৩ সালে। মাত্র ৬ মাসের ব্যবধানে তাজরীন গার্মেন্টস এর অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ধসের ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দেশ বিদেশে ব্যাপক আলোচনা শুরু হয়। দেশে দেশে বাংলাদেশে তৈরি পোশাক বর্জনের ডাক দেয় শ্রম অধিকার নিয়ে কাজ করা সংগঠন গুলো। মুখ ফিরিয়ে নিতে শুরু করেন বিদেশি ক্রেতারা। সমালোচনার মুখে কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কাজ শুরু করেন দেশীয় উদ্যোক্তারা। পোশাক কারখানা গুলোকে কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ত্রুটিগুলো সংস্কার করে বিদেশি ক্রেতাদের ইতিবাচক বার্তা দিতে সক্ষম হোন। বিপর্যয়ের কিনারা থেকে ঘুরে দাঁড়ায় তৈরি পোশাক শিল্প। 



বাংলাদেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সর্বোচ্চ প্রতিষ্ঠান বিজিএমইএর বর্তমান সদস্য প্রতিষ্ঠান প্রায় সাড়ে ৪ হাজার। তবে সচল প্রতিষ্ঠান তার অর্ধেক। ২ হাজারেরও বেশি তৈরি পোশাক কারখানা নিয়মিত পোশাক উৎপাদন ও রপ্তানি কাজে নিয়োজিত আছে। বেশ কিছু তৈরি পোশাক কারখানা বাংলাদেশে এই খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মধ্যে বাংলাদেশের তিনটি সেরা টেক্সটাইল প্রতিষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই আয়োজনে। 



১. বেক্সিমকো গ্রুপ (টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগ) 



১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বেক্সটেক্স লিমিটেড বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান। বেক্সিমকো গ্রুপের এই টেক্সটাইল প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ায় সবচেয়ে আধুনিক কম্পোজিট মিল হিসেবে বিবেচনা করা হয়। অনেকের মতে বেক্সিমকো টেক্সটাইল বাংলাদেশের সেরা টেক্সটাইল প্রতিষ্ঠান। 


বেক্সিমকো গ্রুপের অত্যাধুনিক এই টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগের কারখানাটি ঢাকার অদূরে সাভারে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত। অত্যাধুনিক এই টেক্সটাইল প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে চলেছে সফলভাবে। বাংলাদেশের তৈরি পোশাক খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই প্রতিষ্ঠানটি। 



সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কাঁচামাল ব্যবহার করে উৎকর্ষ পণ্য উৎপাদন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বেক্সিমকো টেক্সটাইল বিভাগ। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৪০,০০০ হাজারের বেশি কর্মচারী কর্মরত আছেন এবং প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। আমারিকান ঈগল, আর্কেডিয়া, ক্যালভিন ক্লেইন, এইচএন্ডএম, জারার মতো বিশ্বের সব নামি-দামি সব ব্রান্ড বেক্সিমকো টেক্সটাইলের নিয়মিত ক্রেতা। 



বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক ১১ মিলিয়ন পাউন্ড নিট ফেব্রিক ও ২০ মিলিয়ন পিস পোশাক বুননের সক্ষমতা রয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের সক্ষমতা বাড়ানোর জন্য টেক্সটাইল ইউনিট সম্প্রসারণের উদ্যোগ হাতে নিয়েছে। সম্প্রসারণের পর কোম্পানি বার্ষিক ৮০ মিলিয়ন পাউন্ড নিট ফেব্রিক ও ১৪৫ মিলিয়ন পিস পোশাক বুনন করতে সক্ষম হবে। 



২. হা-মীম গ্রুপ 



বাংলাদেশের তৈরি পোশাক খাতে অন্যতম শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ। সারাদেশে ২৬টি গার্মেন্টস প্রতিষ্ঠান নিয়ে এই গ্রুপকে বাংলাদেশের দ্বিতীয় সেরা টেক্সটাইল প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ডেনিম ফেব্রিক্স রপ্তানিতে শীর্ষে রয়েছে এই প্রতিষ্ঠানটি। 



৩০ বছরের বেশি সময় ধরে হা-মীম গ্রুপ বাংলাদেশের পোশাক শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের তৈরি পোশাক খাতের শুরুর দিকের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে গ্রুপটি ২৬টি গার্মেন্টস প্রতিষ্ঠানে প্রায় ৫০,০০০ হাজার কর্মী নিযুক্ত রয়েছেন। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে ইউরোপ ও আমেরিকায় পোশাক রপ্তানি করে সুনাম অর্জন করেছে। 



৩. ডিবিএল গ্রুপ




বাংলাদেশের শিল্প খাতে অন্যতম আরেকটি বড় গ্রুপ ডিবিএল গ্রুপ। ডিবিএল গ্রুপের তৈরি পোশাক, টেক্সটাইল, সিরামিক, সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন খাতে ২৩ টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে ডিবিএল গ্রুপের বেশ সুনাম রয়েছে। এটি বাংলাদেশ অন্যতম সেরা সেরা টেক্সটাইল প্রতিষ্ঠান। বিভিন্ন দেশে ডিবিএল গ্রুপের বড় বাজার রয়েছে। পুমা, জি-স্টার সহ বেশ কিছু বড় বড় বৈশ্বিক ব্র্যান্ডের পোশাক তৈরি করে থাকে এই প্রতিষ্ঠানটি। 



১৯৯১ সালে প্রতিষ্ঠিত ডিবিএল গ্রুপ তৈরি পোশাক খাতে সাম্প্রতিক সময়ে বেশ সুনাম অর্জন করেছে। ব্যবসায়িক সুনামের পাশাপাশি প্রতিষ্ঠানটি ২০১৬ সালে অর্জন করে আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড। তাছাড়া ২০১৭ সালে প্রতিষ্ঠানটি অর্জন করে এইচএসবিসি ক্লাইমেট অ্যাওয়ার্ড ও আইসিকিউসিসি গোল্ড অ্যাওয়ার্ড। এইসব অর্জন প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রথম কাতারে আরও সুসংহত করেছে।

No comments:

Post a Comment

গণমানুষের ব্যাংক আইএফআইসি

  ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ( আইএফআইসি ) ব্যাংক লিমিটেড বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি সীমিত দায়বদ্ধ ব্যাংকিং প্রতিষ্...