Thursday, October 13, 2022

গণমানুষের ব্যাংক আইএফআইসি

 

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি সীমিত দায়বদ্ধ ব্যাংকিং প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি প্রথমে বিনিয়োগ ও আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে১৯৮৩ সালে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে। ব্যাংকটির প্রথম বৈদেশিক শাখার যাত্রা শুরু হয় ১৯৮৭ সালে পাকিস্তানের করাচিতে। এছাড়া ব্যাংকটি বৈদেশিক যৌথ উদ্যোগের মাধ্যমে নেপাল, মালদ্বীপ, ওমান সহ বেশ কয়েকটি দেশে বৈদেশিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ১৬৬টি শাখা ও ৯৪৮টি উপশাখার মাধ্যমে ব্যাংকটি দেশব্যাপী ব্যাংকিং সেবা প্রদান করছে।

প্রতিষ্ঠার ৪৫ বছরে এসে গণমানুষের ব্যাংক হিসেবে খেতাব পেয়েছে আইএফআইসি ব্যাংক। সহজ ব্যাংকিং সেবা, দেশব্যাপী হাজারেরও বেশি শাখা ও উপশাখা স্থাপন, সহজ শর্তে ঋণ বিতরণ, ওয়ান স্টপ ব্যাংকিং সার্ভিস সহ নানাবিধ কারণে গ্রাহকের পছন্দের শীর্ষে এখন আইএফআইসি ব্যাংক। দেশে প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি আইএফআইসি ব্যাংক বিশেষায়িত ব্যাংকিং সেবাসমূহ সকলের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। বাংলাদেশের ব্যাংকিং খাতকে যুগান্তকারী কয়েকটি ব্যাংকিং সেবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে আইএফআইসি ব্যাংক

আইএফআইসি আমার একাউন্ট

সঞ্চয় ও লোন সুবিধাসহ একটি অনন্য ব্যাংকিং সেবার প্রচলন করেছে আইএফআইসি ব্যাংক। এই একাউন্টের মাধ্যমে গ্রাহক একই সাথে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের সুবিধা পেয়ে থাকে। উচ্চ সুদের হার, ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, খরচ ছাড়া দেশের সব এটিএম বুথ থেকে টাকা উত্তোলনসহ নানা সুবিধার কারণে আইএফআইসি আমার একাউন্টের জনপ্রিয়তা অনেক।

আইএফআইসি সহজ একাউন্ট

বাংলাদেশের মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, নিম্নবিত্ত জনগোষ্ঠীকে ব্যাংকিংয়ের আওতায় নিয়ে আসতে আইএফআইসি ব্যাংকের আরেকটি অন্যতম সেবা আইএফআইসি সহজ একাউন্ট। এর আওতায় গ্রাহক নূন্যতম ১০ টাকা সঞ্চয় দিয়ে ব্যাংক একাউন্ট খুলতে পারেন এবং সকল ধরণের ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারেন। এই একাউন্টে ব্যাংক কোনো চার্জ কাটে না এবং আকর্ষণীয় হারে মুনাফা প্রদান করে থাকে। ব্যাংকিং আওতার বাইরে থাকা দেশের বিরাট সংখ্যক মানুষদের ব্যাংকিং-এর আওতায় নিয়ে আসতে আইএফআইসি সহজ একাউন্ট একটি যুগান্তকারী ভূমিকা রেখেছে।

আইএফআইসি আমার বাড়ি

বাংলাদেশের প্রতিটি মধ্যবিত্ত পরিবারের অন্তরে লালিত স্বপ্ন হল নিজের একটি বাড়ি। সঞ্চয়ের অভাব এবং খরচের ব্যাপ্তির কারণে অনেকেরই এই স্বপ্ন অধরাই থেকে যায়। সেই স্বপ্ন বাস্তবায়নের সারথি হতে আছে আইএফআইসির আমার বাড়ি প্রকল্প । সহজ শর্তে সর্বোচ্চ ২৫ বছরের জন্য ২ কোটি টাকার হোম লোন প্রদান করে থাকে। প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের মধ্যমে স্বল্প সুদের হারে যে কেউ এই ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশে গৃহঋণ খাতে এ কারণেই আইএফআইসি ব্যাংকের আমার বাড়ি প্রকল্প ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে।

আইএফআইসি ফ্রিল্যান্সার সার্ভিস প্যাকেজ

আইএফআইসি ব্যাংকই বাংলাদেশের প্রথম ব্যাংক যারা ফ্রিল্যান্সারদের প্রয়োজনীয় সকল সুবিধা সম্বলিত বিশেষ প্যাকেজ একাউন্টের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। ফ্রিল্যান্সাররা যেহেতু গতানুগতিক চাকরি করেন না, তাদের কর্মস্থলের কাগজপত্র প্রদর্শন করতে বেগ পেতে হয়। ফলে ব্যাংক একাউন্ট খোলা, ঋণ সুবিধা ভোগসহ নানা সুবিধা গ্রহণের ক্ষেত্রে তাদের নানা সমস্যায় পড়তে হয়। ফ্রিল্যান্সারদের এসব সমস্যার কথা মাথায় রেখে আইএফআইসি এই বিশেষ প্যাকেজ নিয়ে আসে। এর আওতায় ফ্রিল্যান্সাররা সুদসহ চলতি হিসাব, ঋণ সুবিধা, ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, ডিজিটাল ব্যাংকিং সুবিধা পেয়ে থাকে। একজন ফ্রিল্যান্সারের প্রয়োজনীয় সকল ব্যাংকিং সুবিধা এই প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে।

আইএফআইসি ওয়ান স্টপ সার্ভিস

২০১৭ সাল থেকে আইএফআইসি ওয়ান স্টপ সার্ভিসের যাত্রা শুরু হয়। এই সার্ভিসে আওতায় ব্যাংকের একটি একটি কাউন্টার থেকে হিসাব খোলা, টাকা জমা, উত্তোলন, ঋণ ব্যবস্থাপনা সহ সকল ধরনের ব্যাংকিং সার্ভিস প্রদান করা হয়। এতে করে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয় না এবং স্বল্প সময়ে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারেন গ্রাহকরা।

প্রতিবেশী ব্যাংকিং প্রকল্প

সারা বাংলাদেশ জুড়ে সকলের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশে ব্যাংকের কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ২০১৯ সালে আইএফআইসি প্রতিবেশী ব্যাংকিং প্রকল্প যাত্রা শুরু করে। এই প্রকল্পের আওতায় দেশের প্রতিটি অঞ্চলে উপশাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকে আইএফআইসি ব্যাংক। বর্তমানে এক হাজারের বেশি শাখা, উপশাখার মাধ্যমে দেশের জনগণকে ওয়ান স্টপ সার্ভিসের আওতায় ব্যাংকিং সেবা প্রদান করে আসছে আইএফআইসি।

ব্যাংকিং কার্যক্রম সহজ করতে এবং নতুনত্ব নিয়ে আসতে আইএফআইসি ব্যাংকের পদক্ষেপ সমূহ প্রশংসার দাবীদার। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে সকলের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত কার্যক্রমে আইএফআইসি ব্যাংকের কার্যক্রম সফল। দেশে উন্নত-আধুনিক ব্যাংকিং কার্যক্রম এর অগ্রযাত্রা অব্যাহত থাকুক, আরও উন্নত ও সমৃদ্ধ হোক বাংলাদেশ।

Sunday, October 2, 2022

Beximco Smart Cylinder: The Future of LPG Storage

Beximco Smart Cylinder is the future of liquefied petroleum gas (LPG) storage. It is a one-of-a-kind product that is revolutionizing the way we store and use LPG. Beximco Smart Cylinder is a premium product of Beximco LPG, a leading supplier of liquefied petroleum gas (LPG) in Bangladesh. It supplies a wide range of consumers, including households, businesses, and the transport sector with LPG.

 

Beximco LPG boasts a vast distribution network across Bangladesh, ensuring that consumers purchase and get the products no matter where they are in the country. It also maintains a wide variety of products that meet the diverse needs of its customer base.

 

One of its most recent and appealing products is the Beximco Smart Cylinder. Its sleek, futuristic design is not only eye-catching but also safe and easy to use. The Beximco Smart Cylinder is made of a high-quality carbon fiber body, so it is rust-resistant and durable, not to mention it has a fully transparent body. Plus, the ergonomic design of the cylinder makes it easy to grip and open, even with wet hands.

 

 

Safe and easy to use

 

The equally calculated weight distribution of the Beximco Smart Cylinder makes it easier for transportation. This helps us optimize LPG storage and distribution, which in turn benefits both our customers and retailers.


The Beximco Smart Cylinder is also fitted with a safety valve that prevents gas leaks. It has a transparent fiberglass body that allows consumers to monitor gas levels. The unique feature does not only ensure transparency but also makes sure customers can plan ahead before the gas level drops. In other words, customers do not have to worry about the cylinder running out of gas and can timely opt for refilling.


The Beximco Smart Cylinder is lightweight, eco-friendly, and safe for your home. Also, it’s explosion-proof, so you can rest assured knowing that your family is safe.



 

 

 

 

How Is Beximco LPG Different from Other LPG Providers?

As a customer, you will never have to go too far from your place to find a reliable store that sells Beximco LPG because it has a wide network of trusted dealers across the country.

 

It offers a variety of payment plans to fit your needs, so you can always get the gas you need when you need it. Its dedicated team of customer service is always available to help with any questions or concerns you may have.

 

When it comes to customer service, Beximco LPG is the best in the business. The customer service team is always there to help you with whatever you need and will go the extra mile to make sure you are happy with your purchase.

 

So, in a nutshell, what makes Beximco LPG the best choice for you? In a nutshell: “We care about our customers.”

গণমানুষের ব্যাংক আইএফআইসি

  ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ( আইএফআইসি ) ব্যাংক লিমিটেড বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি সীমিত দায়বদ্ধ ব্যাংকিং প্রতিষ্...